প্রকাশিত: Wed, Mar 6, 2024 10:28 AM
আপডেট: Mon, Jan 26, 2026 2:01 PM

[১]দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: [২] ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকের পর এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতি মাসে, এমনকি প্রয়োজনে প্রতি সপ্তাহে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

[৩] তিনি বলেন, ডিসিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলেননি। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং কারাগারে বন্দীদের আরো কিভাবে গাইড করা যায়- এ বিষয়ে জানতে চেয়েছেন। তাছাড়া অচল বন্দীদের কিভাবে ছাড় করা যায় এবং ভার্চুয়াল কোর্ট আবার চালু করা যায় কিনা- এ বিষয়গুলো জানতে চেয়েছেন। বিশেষ করে জঙ্গী কয়েদিদের আনা-নেয়া করা ঝুঁকিপূর্ণ। তাই এসব বন্দীদের শুনানী ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করার বিষয়টি বিবেচনা করা হবে।

[৪] মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা কোর কমিটির মাধ্যমে সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান করার ওপর গুরুত্ব দিয়েছি।

[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ করে যেসব মাদক ছোট পরিসরে গোপনে সরবরাহ করা হয় এবং যেসব মাদক পরিবহনে বড় পরিবহনের দরকার হয় না এমন মাদক ইয়াবা, এলএসডির মত ভয়াবহ মাদকের কথা বিশেষভাবে উল্লেখ করেছি। এসব নিয়ন্ত্রণে, নির্মূলে ডিসিদের সহায়তা চেয়েছি।

[৬] তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির ফলে প্রকাশ্যে ধুমপান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি করার কৌশল নেয়া হলে এ বিষয়েও অন্যন্য কঠোর পদক্ষেপের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নেয়ার জন্য বলেছি।

[৭] একইভাবে যত্রতত্র নদীর বালু উত্তোলন  ডিসিদের ব্যবস্থা নেয়ার জন্য বলেছি, উল্লেখ করেন মন্ত্রী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব